How to Make Money with CPA Marketing 10000 USD Month

সিপিএ মার্কেটিং শিখুন এবং প্রতি মাসে দশ লাখ+ উপার্জন করুন


কোর্সের পরিচিতি:

আসসালামুয়ালাইকুম, আমি মুহাম্মদ আবদুল হান্নান  সিপিএ মার্কেটিং বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সঠিক উপায়ে সিপিএ মার্কেটিং করে আপনি মাসে লাখ লাখ টাকা আয় করতে পারেন। আপনি কি জানেন কেন আপনি সিপিএ মার্কেটিং থেকে আয় করতে পারবেন না। মূল কারণ হল আপনি জানেন না কিভাবে সঠিক উপায়ে "সিপিএ অফার" প্রমোট বা প্রচার করতে হয়।


এই কোর্সের তিনটি উদ্দেশ্য আছে:

১) সিপিএ মার্কেটিং ধাপে ধাপে শিখা। 
২) সিপিএ অপার প্রমোট করার একটি সিস্টেম বিকাশ। 
৩)মাসে দশ লাখ+ লক্ষ্যে পৌঁছানো।


What is CPA marketing?

Cost= খরচ, Per= প্রতি, Action= কর্ম বা কাজ

Cost Per Action(কস্ট পার একশন)-সংক্ষেপে সিপিএ বলা হয়। CPA=Cost per action অর্থাৎ প্রতি কাজের জন্য যে খরচ ।
সিপিএ মার্কেটিংএ মূলত ছোট ছোট কাজের জন্য পে করা হয়। যেমন- registration, pin submit, phone number submit, download ইত্যাদ।

Comments

Popular posts from this blog

how cpa marketing works